• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ফিলিপাইনের জালে বাংলাদেশের মেয়েদের ১০ গোল


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০১৯, ০৬:২১ পিএম
ফিলিপাইনের জালে বাংলাদেশের মেয়েদের ১০ গোল

ছবি: সংগৃহীত

ঢাকা: বড় জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের দ্বিতীয় ধাপে যাত্রা শুরু করলো বাংলাদেশের মেয়েরা। বুধবার (২৭ ফেব্রুয়ারি) মিয়ানমারের মান্দালয়ের মান্দালার থিরি স্টেডিয়ামে রীতিমত গোল উৎসবে মেতেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এদিন ফিলিপাইনের জালে ১০ বার বল পাঠিয়েছে তহুরা, শামসুন্নাহাররা। বিপরিতে একটি গোলও হজম করেনি লাল সবুজের জার্সিধারীরা। হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন।

বিশাল এই জয়ে আসন্ন সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের পথে খানিক এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। চূড়ান্ত পর্বের টিকেট কাটতে গ্রুপ রানার্সআপ হতে হবে ছোটন কন্যাদের। সেই লক্ষ্যে ভালভাবেই এগোচ্ছে লাল সবুজের মেয়েরা।

এদিন বাংলাদেশের মেয়েদের কাছে পাত্তাই পায়নি ফিলিপাইনের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই ফিলিপাইনের জালে ছয়বার বল পাঠায় মারিয়া মান্দার দল। দ্বিতীয়ার্ধে সেই ধারা অব্যাহত রেখে আরও চারটি গোল আদায় করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা অলস সময় পার করেছে। তাকে কোনও বিপদই মোকাবেলা করতে হয়নি।  

প্রথমার্ধের ২৪ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা খাতুন। ম্যাচের দ্বিতীয় মিনিটেই শামসুন্নাহারের (বড়) ক্রস থেকে পাওয়া বলে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তহুরা খাতুন। ১৭ মিনিটে মারিয়া মান্ডার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। এক মিনিট পরে অধিনায়ক মারিয়া মান্দার বাড়িয়ে দেওয়া বলে দলের পক্ষে তৃতীয় গোল করেন শামসুন্নাহার (বড়)। ২৪ মিনিটে দুর্দান্ত এক গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। বিরতির আগে আরও একটি গোল করেন তিনি। ৩৭ মিনিটে নিজের চতুর্থ গোল করের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে ফিলিপাইনের জালে আরও একবার বল পাঠিয়ে দেন শামসুন্নাহার (বড়)। ৬-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বাংলার বাঘিনীরা। ৪৭ মিনিটে নীলুফার ইয়াসমিন নীলা নিজের প্রথম এবং বাংলাদেশের পক্ষে সপ্তম গোল করে। ৫৮ মিনিটে নিজের গোলের খাতা খোলেন আনুচিং মোগিনি। এটি ছিল বাংলাদেশের অষ্টম গোল। সবাই যখন গোলে স্বাদ নিচ্ছে, তখন পিছিয়ে থাকবে কেন? অধিনায়ক অধিনায়ক মারিয়া মান্দা। ৬৪ মিনিটে দারুন এক শটে লক্ষ্যভেদ করেন মারিয়া। ফিলিপাইনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আনুচিং। ফলে ১০-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।  

শুক্রবার (১ মার্চ) ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ মেয়েরা। রোববার শক্তিশালী চীনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ছোটনের শিষ্যরা।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!