• ঢাকা
  • বুধবার, ২৯ মে, ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নমপেনে উত্তপ্ত আবহাওয়ার কবলে বাংলাদেশ দল


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৭, ২০১৯, ১০:০২ পিএম
নমপেনে উত্তপ্ত আবহাওয়ার কবলে বাংলাদেশ দল

ছবি: বাফুফে

ঢাকা: শীতের শেষে বসন্ত আসলেও এখনও তাপমাত্রা রয়েছে সহনীয় পর্যায়ে। এই মুহুর্তে ঢাকার তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি। তবে বাংলাদেশের চেয়ে অনেটা বেশি তাপমাত্রা কম্বোডিয়ার রাজধানী নমপেনে। সেখানকার ৩২-৩৩ ডিগ্রি তাপমাত্রায় খানিকটা নাকাল অবস্থায় ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।

বুধবার দুপুরে রওয়ানা দিয়ে সেখানকার স্থানীয় সময় ৮টার মধ্যে নমপেনে পৌঁছে গেছে জেমি ডে’র শিষ্যরা। রাতে বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার অনুশীলন করতে নামে বালাদেশ দল। তবে প্রথম দিনের অভিজ্ঞতাটা মোটেও ভাল ছিল না। এদিন অনুশীলন করতে নেমে গরমের কবলে পড়ে বাংলাদেশের খেলোয়াড়রা। যে কারণে বারবার তৃঞ্চা মেটাতে পানি পান করতে হয় তাদের।  

এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই শনিবার (৯ মার্চ) নমপেনে অনুষ্ঠিতব্য ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোখানকার আবহাওয়া সম্পর্কে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বলেন, ‘এখানে ভিন্ন কন্ডিশনে আমাদের অনুশীলন করতে হচ্ছে। ৩২ কিংবা ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অনুশীলন হয়েছে। তাও টার্ফের মাঠ। আমাদের জন্য আসলেই কঠিন কন্ডিশন।’

তবে আবহাওয়া নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। তিনি বলেন, ‘প্রথম সেশনে ভালো অনুশীলন হয়েছে। আশা করছি কালও এভাবে অনুশীলন করতে পারবো। যে কোনও পরিস্থিতিতে খেলার মানসিকতা থাকতে হবে। সবকিছু মানিয়ে নিয়েই খেলতে হবে। গরম বড় কোন সমস্যা হতে পারে না।’

এদিন নতুন গোলকিপিং কোচ ডিন কেনেথ তিন গোলকিপারকে নিয়ে আলাদা অনুশীলন করেছেন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের কৌশল নিয়েই মূলত কাজ করেছেন।

এই মুহুর্তে ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে রয়েছে কম্বোডিয়া। তাদের অবস্থান ১৭২ নম্বরে। আর বাংলাদেশের রয়েছে ১৯২ নম্বরে। ব্যবধানটা খুব বেশি না হলেও ২০০৭ সালে ভারতের নেহরু কাপের ম্যাচে দুই দল ১-১ গোলে ড্র করেছিল। তবে ২০০৯ সালে ঢাকায় এএফসি চ্যালেঞ্জ কাপে সেই কম্বোডিয়াকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার তাদের মাঠে জিতলে র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে লাল সবুজ জার্সিধারীরা।  

গত বছরের ১০ অক্টোবর কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ৫ মাস পর আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!