• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কম্বোডিয়া মাতানো রবিউলদের সামনে এবার মিশন বাহরাইন


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১১, ২০১৯, ০৯:৪০ পিএম
কম্বোডিয়া মাতানো রবিউলদের সামনে এবার মিশন বাহরাইন

ছবি: বাফুফে

ঢাকা: প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেই জয়। তাও আবার বিদেশের মাটিতে এবং স্বাগতিক দলের বিপক্ষে। কম্বোডিয়ার বিপক্ষে ড্রয়ের দিকে যেতে থাকা ম্যাচের ৮৩ মিনিটে বাংলাদেশকে মহামূল্যবান এই জয় এনে দেন বদলি খেলোয়াড় রবিউল হাসান। এর আগে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেই হিসাবে তিন বছর দুই মাস পর বিদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে লাল সবুজের দল।

কম্বোডিয়ার মাতানোর পর বাংলাদেশের সামনে এবার মিশন বাহরাইন। সেখানে ২২ মার্চ থেকে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। স্বাগতিক বাহরাইন ছাড়াও বাংলাদেশ দলের প্রতিপক্ষ ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। কম্বোডিয়ায় পাওয়া সাফল্যের তরতাজা ঘ্রান নিয়েই বাহরাইন যাবে কোচ জেমি ডে’র শিষ্যরা। তার আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে কাতারে ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল।

সেই লক্ষ্য সামনে রেখে কম্বোডিয়া থেকে দেশের ফেরার মাত্র কয়েক ঘন্টা পরই কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল। সোমবার (১১ মার্চ) বিকালে দেশ ছাড়ার আগে প্রধান কোচ জেমি ডে বলেন, ‘এএফসি চ্যাম্পিয়নশিপে আমরা কঠিন গ্রুপে পড়েছি। বাহরাইনে আমাদের খুব ভালো খেলতে হবে। আশা করি, কাতারে ছেলেদের প্রস্তুতি ভালো হবে।’

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের মহামূল্যবান এই জয়ের নায়ক রবিউল হাসান বলেন, ‘কম্বোডিয়ার বিপক্ষে গোল করেছি, বাহরাইনেও গোল করতে চাই। আমাদের প্রতিপক্ষরা অনেক শক্তিশালী। তবে আমরা ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করবো।’

উল্লেখ্য, এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই বাছাই পর্বে ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স-আপ দলের সাথে টুর্নামেন্টের মূল পর্বে স্বাগতিক দল হিসাবে খেলবে  থাইল্যান্ড। মূল পর্বের সেরা তিনটি দল আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!