দিনাজপুর (হিলি) : দিনাজপুরের নবাবগঞ্জে মাদকদ্রব্য গাজা সেবন ও জুয়া খেলার অপরাধে ১১ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভাম্যমান আদালত।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনিমেষ সোম।
এসময় ২ জনকে মাদকদ্রব্য গাজাঁ সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) কলাম ২১ অনুযায়ী অপরাধে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম ও ১০০ টাকা জরিমানা করেন। এবং ৬ জনকে জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধে তিন দিনের বিনাশ্রম ও ১০০ টাকা জরিমানা করেন ও তিন জনকে ১০০ টাকা জরিমানা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন - উপজেলার জগন্নাথপুর গ্রামের তানভীর আহমেদ (২৮), তর্পনঘাটের কাউসার শেখ(৩০), কুতুবপুর গ্রামের হুসাইন (৩০), জিয়ারুল (৩৫), আঃ রাজ্জাক (৩২),কবিরুল ইসলাম (৩৮), রানা বাবু (২৬), তোতা মিয়া (৩৬), রাকিবুল ইসলাম (২০), মিলন (২৬), হুমায়ন কবির(৩৫)।
হাকিমপুর থানার উপপরিদর্শক বিভৃতী ভৃষণ ব্রতী রায় জানান, আজকে দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে প্রকাশ্যে গাঁজা সেবন ও জুয়া খেলা চলছে এমন সংবাদে আমি এবং আমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দুই জনকে মাদকদ্রব্য সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। অপরদিকে একই এলাকায় জুয়া খেলার সময় ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনিমেষ সোম ভাম্যমান আদালত বসিয়ে তাদের কারাদণ্ড প্রদান করেন।
সোনালীনিউজ/এমএএইচ