যমজ বোনদের মেডিকেলে চান্স পাওয়ার রহস্য

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত

এ বছরের সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় দিনাজপুরের যমজ মাখনুন আক্তার ও মুসফিকা নাজনিন চান্স পেয়েছেন। মাখনুন আক্তারের সুযোগ হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, আর মুসফিকা নাজনিন ময়মনসিংহ মেডিকেল কলেজে। এই সাফল্যে পরিবার ও গ্রামে আনন্দের জোয়ার বইছে।

দুই বোনের জন্ম ২০০৭ সালের ৩ মার্চ। প্রাথমিক শিক্ষা নিয়েছেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেছেন। মশিউর রহমান ও নাজমুন নাহারের তিন কন্যার মধ্যে এই দুই বোনের সাফল্য গ্রামীণ সমাজে মেয়েদের শিক্ষার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

বাবা মশিউর রহমান বলেন, আমাদের পরিবার সাধারণ হলেও মেয়েদের পড়াশোনায় সবসময় মনোযোগ দিয়েছি। মা-বাবার সমর্থন, পরিবারের একতাবদ্ধতা এবং দুই বোনের একসঙ্গে পরিশ্রম এই সফলতার মূল রহস্য। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তাদের।

মা নাজমুন নাহার বলেন, দুই মেয়ে সবসময় একে অপরকে প্রেরণা দিয়েছে। একসাথে পড়াশোনা, পরামর্শ ও সহমর্মিতা তাদেরকে মেডিকেল কলেজে চান্স অর্জনে সাহায্য করেছে। মা-বাবার দোয়া ও উৎসাহও এই কৃতিত্বের অন্যতম কারণ।

মাখনুন আক্তার ও মুসফিকা নাজনিনও জানিয়েছেন, তারা একে অপরের পাশে থেকে পরিশ্রম করেছেন এবং ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান।

এসএইচ