ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৫:৩৯ পিএম

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজল হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে থানার এসআই মো. ইমরানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌলজালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫ হাজার ৫০ টাকাসহ তাকে আটক করা হয়। 

আটককৃত ফজল হাওলাদার (২২) উপজেলার দক্ষিন তালগাছিয়া গ্রামের আবদুল হামিদ হাওলাদারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত ফজল হাওলাদারকে কোর্টে প্রেরণ করা হয়েছে।  

এমএস