পঞ্চগড়: পঞ্চগড়ে দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের অনুমোদন ব্যতিত ইটপ্রস্তুতের জন্য মাটি সংগ্রহের দায়ে এ অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো: শাফিউল মাজলুবিন রহমান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলার আটোয়ারী উপজেলার লক্ষীদ্বার এলাকায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে আটোয়ারীর লক্ষীদ্বার এলাকায় মেসার্স কেএমআর ব্রিকস ও মেসার্স এসএবি ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাফিউল মাজলুবিন রহমান।
[243810]
জেলা প্রশাসনের অনুমোদন ব্যতিত ভাটায় ইটপ্রস্তুতের মাটি সংগ্রহের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(খ) ধারায় মেসার্স কে এম আর ব্রিকস ও মেসার্স এসএবি ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী।
এ ব্যাপারে পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, আজ বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটোয়ারী উপজেলায় লক্ষীদ্বার এলাকার মেসার্স কে এম আর ব্রিকস ও মেসার্স এস এ বি ব্রিকস নামের দুটি ইটভাটাকে অনুমোদন ব্যতিত ইটপ্রস্তুত করতে মাটি সংগ্রহের দায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আইএ