বরিশাল: বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের উপর লঞ্চের স্টাফদের হামলার প্রতিবাদে শুভরাজ-৯ লঞ্চ অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বরিশাল নদী বন্দর লঞ্চঘাটে এই ঘটনা ঘটে।
গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পরীক্ষা দিতে শুভরাজ-৯ লঞ্চে উঠেন আইএইচটির কয়েকজন শিক্ষার্থী। লঞ্চ স্টাফদের কাছ থেকে কেবিন ভাড়া নেওয়ার সময় টিকিট বিতরণে বিভ্রাট ঘটে। পরে লঞ্চ স্টাফরা ফোনে শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক কথা বলেন। ঢাকার পরীক্ষা শেষে তারা বরিশাল ফেরার পথে শুভরাজ-৯ লঞ্চের কয়েকজন স্টাফ তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।
[244333]
শিক্ষার্থী পূজা অভিযোগ করেন, আমাদের উপর অকারণে হামলা করা হয়েছে। বাধা দিলে আমাকে শ্লীলতাহানির শিকার হতে হয়। এ সময় আমাদের কাছে থাকা ১২ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
বুধবার দুপুরে বরিশাল লঞ্চঘাটে শিক্ষার্থীরা একত্র হয়ে দফায় দফায় মিছিল করে। বিকেল ৫টায় তারা লঞ্চটি অবরোধ করে রাখে। এতে লঞ্চের যাত্রীরা দুর্ভোগে পড়ে। অনেকেই বিকল্প ব্যবস্থা হিসেবে বাসের দিকে ছুটতে বাধ্য হন।
লঞ্চ কর্তৃপক্ষের ম্যানেজার সজল বলেন, এটি দুঃখজনক। অভিযুক্ত স্টাফের সাথে যোগাযোগের চেষ্টা করছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই আমরা পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এআর