ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস এ দিবসের আয়োজন করেন।
শনিবার (১৯ এপ্রিল) আমুয়া ইউনিয়নের বাশঁবুনিয়ার পার্টনার প্রকল্পের মুগডাল শষ্য প্রদর্শনী মাঠে এ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষক-কৃষানী, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
[247870]
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাওসার উদ্দীন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন ও উপ প্রকল্প পরিচালক ড. মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বরিশালের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে অতিথিরা পার্টনার প্রকল্পের আওতায় বারি মুগ -৬ ও ৮ প্রকল্পের শষ্য ক্ষেত পরিদর্শন করেন।
এআর