ফরিদপুর: আলফাডাঙ্গায় ঈদ উপহার বিতরণ করেছেন 'হিলফুল ফুজুল' নামে একটি ইসলামিক সংগঠন। শনিবার (৬ জুন) বিকালে ও রাতে উপজেলার ধলাইরচর ও মিঠাপুরসহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করেন সংগঠনটি।
এসময় এসব বিতরণ কার্যক্রমে ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব ও সংগঠনটির সভাপতি মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব, সাধারণ সম্পাদক প্রভাষক মো. ওয়াহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল শেখ, কোষাধ্যক্ষ মাওলানা মারুফ শেখ, মাওলানা আবু মুসাসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
এ বিষয়ে সংগঠনটির সদস্যরা বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সহানুভূতি ও ভালোবাসা ভাগ করে নেওয়ার সময়। আমরা চাই সমাজের কেউ যেন এই আনন্দ থেকে বঞ্চিত না থাকে। তাই আমরা এধরণের উদ্যোগ গ্রহণ করেছি।
এআর