৭ জন জেলে নিয়ে কুয়াকাটায় ট্রলার ডুবি 

  • কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৯:৫২ পিএম

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৭ জন মাঝিমাল্লা নিয়ে একটি ছোট মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই ) সকাল ১১টায় মাছ ধরার সময় হঠাৎ বড় ঢেউ  ট্রলারের উপরে পড়ায় সাথে সাথে ট্রলারটি ডুবে যায়। 

টানা ৫ ঘন্টা জেলেরা গভীর সমুদ্র ভাসতে থাকে, টুরিস্ট পুলিশ  কুয়াকাটা জোন ডিউটির সময় জেলেদের হাত দেখতে পেয়ে, ওয়াটার বাইট মো. সায়েমের সহযোগিতা, ১০ কিলোমিটার দূর থেকে এক এক করে ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

জেলেরা জানান, ঝাউবন থেকে সকাল ৪ টার দিকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাই। কিন্তু সাগরের প্রচুর স্রোত আর ঢেউ থাকার কারনে হঠাৎ ঢেউ ভেঙ্গে পাড়ে ট্রলারের উপরে সেকেন্ডর মধ্য ট্রলার ডুবে যায়। কোনো মতে ফুলুট, পট নিয়া ভেসে থাকি। কিছু লোক ভেসে থাকার কোন সরঞ্জাম না পেয়ে ডুবন্ত ট্রলার ধরে ভেসে থাকে। হাত দিয়া সহযোগীতা চাই তবে আশেপাশে কোনো জেলেরা না থাকায় তেমন কোন সহযোগী পাই নাই। তবে টুরিস্ট পুলিশ কিনারা থেকে তুরফীনের মাধ্যমে আমাদের দেখতে পেয়ে ওয়াটার বাইট এর মাধ্যমে আমাদের সবাইকে উদ্ধার করে। এছাড়াও নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, থানা পুলিশসহ স্থানীয়রা, আমাদের  উদ্ধার করে। এবং আমাদের ডুবে যাওয়া  মাছ ধরার সকল সরঞ্জাম স্থানীয় জেলেরা নিয়ে আসে। 

[252095]

ডুবে যাওয়া জেলেরা হলেন, মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬),  মামুন ( ৩২), তানজিল (২৮),  ইসমাইল (৩০), মোস্তফা (৫০), এরা সবাই কুয়াকাটার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তানিম (২০) তালতলি উপজেলা। 

ট্রলার মাঝি মো. মাহবুব বলেন, ট্রলা ডোবার পরে হতাশ হয়ে পরি। আমাদের এক জন জেলে বার বার হতাশ হতে না করছে, তার কথা মত সাহস নিয়ে সমুদ্রের সাথে যুদ্ধ করি, হঠাৎ করে দেখি ওয়াটার বাইক আমাদের উদ্ধার করতে আসে, তার সহযোগীতায় আমরা জীবন নিয়া বেচে আসলাম। 

উদ্ধারকারী সায়েম বলেন, আমি কাজ করতে ছিলাম হঠাৎ টুরিস্ট পুলিশ আমাকে বিষয়টি বলে, সাথে সাথে আমি উদ্ধার কাজ শুরি করি প্রায় ১০ কিলোমিটার দূর থেকে জেলেদের উদ্ধার করে টুরিস্ট পুলিশ বক্সএ নিযে আসি। 

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সহকারী পুলিশ সুপার  হাবিবুর রহমান  জানান, আমরা প্রতিদিনের মত পর্যটকদের সেবায় কাজ করে থাকি হঠাৎ জেলেদের হাত দেখতে পেয়ে, আমরা তরিগরি করে ওয়াটার বাইকের সহযোগিতা নিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি, আমাদের সাথে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ,থানা পুলিশ সহ স্থানীয়রা উদ্ধার কাজে সহযোগিতা করেছ। 

এআর