বিগত দিনে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে: এ্যানি

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৪৪ পিএম
ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছে। আমাদেরকে জনগণ আন্তরিকভাবে গ্রহণ করেছে তাই বিজয়ী হয়েছি। এজন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। 

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ২০০৮ সালের পর আর কোনো ভোট হয়নি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে। বর্তমানে দেশে একটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে, ভোটের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। 

এ্যানি চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী বিভিন্ন জায়গায় অপপ্রচার করছেন, বিএনপি এতিমের টাকা মেরে খেয়েছে। তিনি এসব বলে দেশনেত্রী খালেদা জিয়াকে অসম্মান করেছেন, ছোট করেছেন। খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানিত। বিগত দিনগুলোতে হাসিনা ও ফ্যাসিস্ট দোসররা যে ভাষায় কথা বলেছে জামায়াতের প্রার্থী একই ভাষায় কথা বলছেন। এ অপপ্রচার করার জন্য জামায়াতের প্রার্থীকে লক্ষ্মীপুর ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। 

এ সময় পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন সহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পিএস