নেছারাবাদে ঐতিহ্যবাহী রাজবাড়ি ডিগ্রী কলেজের গভর্নিং বডির কমিটি ঘোষণা

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৭:৫৭ পিএম

পিরোজপুর: নেছারাবাদ উপজেলার রাজবাড়ী ডিগ্রী কলেজের গভর্নিং বডির পূর্নাঙ্গ কমিটির অনুমোদন হয়েছে। কমিটিতে সভাপতি পদে শিক্ষানুরাগি মো. শাহ্ নাজিম উদ্দিন-কে সভাপতি এবং মো. সিফাত কামাল বিদ্যোৎসাহী পদে মনোনিত হয়েছেন। 

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার এর স্বাক্ষরিত ওই পরিপত্র জারি করা হয়। কমিটির নব নিযুক্ত সভাপতি শাহ নাজিম উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা ফকির শাহ নাসির উদ্দীনের ছেলে। 

[252127]

নতুন অনুমোদিত পরিচালনা কমিটির সদস্যরা হচ্ছেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফকির শাহ্ নাসির উদ্দিন, দাতা সদস্য মো. ছিদ্দিকুর রহমান হাওলাদার, হিতৈষী সদস্য অসিত বরন দাস, অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান, মো. জাহাঙ্গির হোসেন হাওলাদার ও মো. ইদ্রিস আলী ফকির। 

কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনিত হয়েছেন মো. মনিরুল ইসলাম, মো. ফজলুল হক, মহসীনা আক্তার। কমিটিতে সদস্য-সচিব হয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।

জানা গেছে, নব-নির্বাচিত সভাপতি শাহ্ নাজিম উদ্দিন শিক্ষা ও কর্মজীবনে সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী। তিনি ঢাকার আইডিয়াল স্কুল থেকে এসএসসি, ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB) থেকে বিবিএ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিজিডি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি বিদেশে নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

পেশাগত জীবনে তিনি ১০ বছর ধরে বিভিন্ন কর্পোরেট ও উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন এবং পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় বাসিন্দাসহ কলেজের শুভাকাঙ্খিদের প্রত্যাশা, নতুন কমিটির দক্ষ নেতৃত্বে রাজবাড়ী ডিগ্রি কলেজ আরো গুণগত ও উন্নয়নসীল অগ্রগতির দিকে এগিয়ে যাবে। 

এআর