দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৯:৪৬ পিএম

রাজশাহী ব্যুরো

রাজশাহী: দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার বিকালে এনসিপির মহানগর কার্যালয়ে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা বলেন, ১লা জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলা এই কাফেলা অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতার ষষ্ঠ দিন আগামীকাল ৬ই জুলাই রোববার রাজশাহীতে কর্মসূচি পালিত হবে।

[252176]

সভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জুলাই যোদ্ধারা এই পদযাত্রায় উপস্থিত থাকবেন। 

এ পদযাত্রার কার্যক্রম রাজশাহী জেলা ও মহানগর সকল  প্রস্তুতি সম্পন্ন করেছে। সভায় জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর কমিটির  আহ্বায়ক মোবাসের আলী সভাপতিত্বে জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এআর