কাঁঠালিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৭:৩৭ পিএম

ঝালকাঠি: কাঁঠালিয়ায় যুবলীগ সমর্থক ঔষধ ব্যবসায়ী মো.জাহিদুল ইসলাম সুমন ও তারই ছোট ভাই ছাত্রলীগ সমর্থক মো.রাকিব হাওলাদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওরাবুনিয়া এলাকার নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করে। 

[252755]

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম সুমন (৩৬) ও রাকিব হাওলাদার (২৬) উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ৬নং ওয়ার্ড  আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.বজলুর রহমানের দুই ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃতদের কোর্টে চালান করা হয়েছে।

এআর