বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ: মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল নেতাকর্মীরা

  • বরিশাল প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১০:২৯ পিএম

বরিশাল: সরকারের নির্লিপ্ততা, দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শ্রমিক দলের নেতাকর্মীরা সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। 

সমাবেশে বরিশাল মহানগর বিএনপির নেতারাও সংহতি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা।

[253170]

মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ ফয়েজ। 

বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার দায় শ্রমিক দলের ওপর চাপানোর চেষ্টা করছে। অথচ এই ঘটনায় আমাদের কোনও সম্পৃক্ততা নেই। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বারবার মিথ্যাচার করে দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে। 

তারা আরও বলেন, লন্ডনে অবস্থানরত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। সরকার এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। বক্তারা দ্রুত এই ষড়যন্ত্র বন্ধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এআর