ঝালকাঠি: রাজাপুর উপজেলার দক্ষিণ সাদপুর ও বদনীকাঠী গ্রামের সংযোগ সড়কের ব্যাপারী বাড়ি সংলগ্ন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে।
কাঠ ও বাঁশ দিয়ে কোনোভাবে অস্থায়ী ব্যবস্থা করা হলেও এতে করে শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা শাহাদাত ও ইয়াসিন সিকদার জানান, “বহুদিন ধরে ব্রিজটি এভাবে ভেঙে পড়ে আছে। বারবার প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষাকালে আরও ভয়াবহ অবস্থা হয়।”
[253794]
সরেজমিনে দেখা যায়, ব্রিজের মূল কাঠামো ভেঙে লোহার রেলিং পর্যন্ত খুলে গেছে। এর উপর কাঠ ও বাঁশ বসিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আশপাশের মানুষজন জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এ পথ ব্যবহার করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা।
এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। তারা জানান, ব্রিজটি মেরামত হলে দক্ষিণ সাদপুর ও বদনীকাঠী গ্রামের মধ্যে সহজ ও নিরাপদ যোগাযোগ স্থাপিত হবে, যা স্থানীয় অর্থনীতি ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর প্রত্যাশা, খুব শিগগিরই ব্রিজটি পূর্ণাঙ্গ সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হবে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, ইতোমধ্যে সেতু নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।
এআর