বিএনপির ইফতারে ২০২৩ সালে হামলায় ১০১ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

  • বরগুনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৭:৩৬ পিএম

বরগুনা: তালতলীতে ২০২৩ সালে ইফতার মাহফিল অনুষ্ঠানে হামলার ঘটনায় ১০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতে। মামলায় ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই আমতলী জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছগির হাওলাদার। মামলাটি আমতলী সিনিয়র জুডিশিয়াল বিচারক আমলে নিয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন। 

মামলার অভিযোগ পত্রে বাদী উল্লেখ করেন, গত ২০২৩ সালের ৮ এপ্রিল তালতলীর মালিপাড়া আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র, রামদা, লোহার রড, চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালায়। এসময় তারা উপস্থিত অনুষ্ঠানে বিএনপির নেতা কর্মীদের বেধড়ক মারধর করে। 

[253796]

মঞ্চে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করে। এসময় তারা ককটেল বিস্ফোরণ করে আগুন ধরিয়ে দেয়। বিএনপির নেতা কর্মীদের মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয় এমনকি সরকারি রাস্তার ক্ষতিসাধন করে।

এ ব্যাপারে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকরামুল ইসলাম বলেন, আদালতের নির্দেশেনার কোনো নথি পাইনি। আদেশ পত্র পেয়ে তদন্ত করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করবো। 

এআর