রূপগঞ্জে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সুপার মার্কেটের উদ্বোধন  

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৯:৩৪ পিএম

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাবলম্বি করতে দেড় কোটি টাকা ব্যয় ধরে মুড়াপাড়া মুক্তিযোদ্ধা সুপার মার্কেট নামে বহুতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৪ আগষ্ট) বিকালে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ বহুতল ভবনের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। 

[254007]

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, সদস্য সচীব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড’র আহবায়ক রাশেদুজ্জামান ভুঁইয়া,সদস্য সচীব ইকবাল হোসেন প্রমুখ।

এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের গুণিজন, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। তাদের জন্যেই ১৯৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছে। তাদের সম্মানে ও তাদের সাবলম্বি করতেই মুক্তিযোদ্ধা মার্কেট করা হচ্ছে। যা থেকে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ উপকৃত হবে।

এআর