কুয়াকাটা সৈকতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

  • পটুয়াখালি প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৪:০৪ পিএম

কুয়াকাটা :পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পানির ঢেউয়ে ভেসে নিখোঁজ হওয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক পর্যটকের মরদেহ তিন ঘন্টা পর সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ফায়ার সার্ভিসের ডুবুরি দল কুয়াকাটা ফটোগ্রাফারা দুপুর সোয়া ২টার দিকে জিরো পয়েন্ট এলাকা থেকে নিখোঁজ কিশোরের মরদেহটি উদ্ধার করে।

নিহত সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। সকালে গোসলে নেমে তিনি ঢেউয়ের তোড়ে তলিয়ে নিখোঁজ হন।

কুয়াকাটা নৌ পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পিএস