লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে শুধু স্বৈরশাসক না, ফ্যাসিবাদ না, মাদকেরও নেত্রী ছিলো।
সমাজ ধ্বংসে নেত্রী ছিলো। এখনো দেশে এবং দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের টাকার অভাব নেই তো। কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এ মাদক দিয়ে আমাদের যুবসমাজকে, ছাত্র সমাজকে, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
[254297]
শনিবার (৯ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
এ্যানি চৌধুরী বলেন, জিয়াউর রহমান এ বাংলাদেশটাকে এমনভাবে সৃষ্টি করেছেন সার্ক গঠনের মধ্য দিয়ে। তিনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। সার্ক গঠন করে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের অবস্থান দৃশ্যমান জাতির সামনে, বিশ্বের সামনে তিনি তুলে ধরেছেন।
আজকে বাংলাদেশের যে মানুষ এটা আমাদের বড় অবলম্বন। বড় সম্ভল। এ মানুষকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারেক রহমান কিভাবে বিদেশে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন, সেজন্য তিনি নির্বাচনের আগে পরিকল্পনা করতাছেন। ১৮০দিনের ভিতরে কিভাবে ১-২ কোটি চাকুরী দেওয়া যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।
রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু'র সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য এডভোকেট হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপাতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।
এআর