দিনাজপুর: হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৪ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স মিঠুন কুমার শাহ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতীয় ৩টি ট্রাকে ১২৬ টন চাল আমদানি করেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ভারত থেকে চাল বোঝাই ভারতীয় ৩টি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। জয়নাল আবেদীন সিএন্ডএফ এজেন্ট এর মাধ্যমে এই চালগুলো ভারত থেকে আমদানি করেন।
[254473]
সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি আজমল হোসেন রোজ বলনে, দেশের বাজারে চালের দাম উর্ধ্বগতি হওয়ায় বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার।
সেইসাথে সারাদেশের ২৪২জন আমদানিকারককে ৫ লাখ টন চাল আমদানির জন্য বরাদ্ধ দেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে আজ থেকে প্রায় ৪ মাস বন্ধের পর চাল আমদানি শুরু হয়। এই আমদানির ফলে দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হয়ে বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ১৫ই এপ্রিল।
এআর