কুয়াকাটা : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ। স্থানীয় বাজারে ইলিশটি ৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়।
রোববার (১৭ আগস্ট) সকালে ধরা পড়া মাছটি কুয়াকাটা মেয়র বাজারে নিলামে ৫ হাজার ১৭০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন।
জেলে নাসির মাঝি জানান, সাগরে বড় ইলিশ এখন কম পাওয়া যায়। তবে বড় সাইজের মাছটি পেয়ে তিনি খুশি। ক্রেতা ছগির হোসেন জানান, লাভের আশায় মাছটি ঢাকায় বিক্রি করবেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য ইতিবাচক বার্তা, সামনে ইলিশের পরিমাণ আরও বাড়বে।
পিএস