মহাখালী ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন-২০২৫

বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হলেন মো. মাঈন উদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:২৯ পিএম

ঢাকা: মহাখালী ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন-২০২৫ এ সভাপতি পদে জয়লাভ করেছেন শাহপরান ইন্টেরিয়র এন্ড ডেকোর এর প্রোপাইটর ও প্রাইম স্যলুশন (ব্যালাডর লিমিটেড) এর চেয়ারম্যান এবং পেপার ম্যার্ট করপোরেশনের চেয়ারম্যান মো. মাঈন উদ্দিন। 

রোববার (২৪ আগষ্ট) মহাখালীর এসকেএস টাওয়ারে সন্ধ্যা ৬টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই সময়ে আনন্দঘন পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। রাত ৮টায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার প্রায় দুই ঘন্টা পর ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি নির্বাচিত মো. মাঈন উদ্দিন

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫১টি। ভোট কাস্টিং হয়েছে ১৪৮টি। এর মধ্যে আনারস মার্কা প্রতীক নিয়ে সর্বোচ্চ ৯৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন মো. মাঈন উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম মার্কা ভোট পেয়েছেন ৫৩টি।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাদেক হোসেন (চেয়ার মার্কা), সাধারণ সম্পাদক মো. মুসা আহমেদ (চশমা মার্কা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী শেখ এনামুল হক (ফুটবল মার্কা), সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী মো. শেখ সহিদুল ইসলাম সরদার বাবু (হেলিকপ্টার মার্কা), কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী মো. ইফতেখার হোসেন চৌধুরী (ঘোড়া মার্কা), দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী মো. আসাদুজ্জামান (টুপি), ক্রীড়া সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী মো. সোহেল চৌধুরী (ব্যাট বল মার্কা)। 

এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম (ক্যালকুলেটর), গোলাম হোসেন নয়ন (ব্যাটারি), মো. রেহান উদ্দিন রাজু (মোবাইল ফোন), মো সুমন (কবুতর), মো. ইমরান হোসেন (দেয়াল ঘড়ি),  
মো. আল আমিন খলিফা (মটর সাইকেল),  মো. শাহিনুর রহমান (গোলাপ ফুল)।

সভাপতি নির্বাচিত হওয়ার পর বক্তব্য রাখছেন মো. মাঈন উদ্দিন

নির্বাচিত ব্যক্তিরা আগামী ২ বছর এ সমিতির পদে থেকে দায়িত্ব পালন করবেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর মাঈন উদ্দিন জানান, এই জয় আমার একার নয়, এটা সামগ্রিক জয়। সর্বোপরি যে প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন সেই প্রত্যাশা যেন পূরণ করতে পারি, এই বিষয়ে আপনাদের সকলের দোয়া-ভালোবাসা ও সহযোগিতা কামনা করি। কথা দিচ্ছি নির্বাচনে অংশগ্রহণকারী সকল সদস্য, পরিচালনা কমিটি এবং সকল ব্যবসায়ী ভাইদের নিয়ে সমিতির কাজ করে যাব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, উক্ত নির্বাচনে সম্মানিত অতিথি ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোকান-মালিক সভাপতি মো. হেলাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ব্যারিষ্টার হাসনাইন আহমেদ।

এআর