নেত্রকোনায় অর্ধশতাধিক চরমোনাই নেতাকর্মী জামায়াতে যোগদান

  • নেত্রকোনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:২৩ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহসভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার বিকেলে জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দুয়া উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খাইরুল কবীর নিয়োগীর হাতে তারা সহযোগী সদস্যপদ গ্রহণ করেন।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমানসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।

যোগদান শেষে মাওলানা আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্ত থেকে রাজনীতি করার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, দেশে ইসলামী আইন ও আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর নীতি, নিষ্ঠা ও সাংগঠনিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই বিশ্বাস থেকেই তিনি তার অনুসারী ও নেতাকর্মীদের নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন। ভবিষ্যতে তার নেতৃত্বে আরও বিপুলসংখ্যক মানুষ জামায়াতে যোগ দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

এসএইচ