ঠাকুরগাঁওয়ে রাতের অন্ধকারে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ভাঙচুরের পুরো দৃশ্য ধরা পড়েছে। ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ১৮ মিনিটে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের দক্ষিণ পাশে স্থাপিত জামায়াত প্রার্থীর নির্বাচনী বিলবোর্ডে দুইজন ব্যক্তি এসে পরিকল্পিতভাবে ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সহিংসতা ও ভয়ভীতি সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে।
তারা সিসিটিভি ফুটেজের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রশাসনের দায়িত্ব উল্লেখ করে বক্তারা বলেন, এ ধরনের ভাঙচুর ও উসকানিমূলক কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, বিলবোর্ড ভাঙচুরের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ