লালমনিরহাটে মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৩ পিএম

লালমনিরহাট: জেলা পুলিশের বিশেষ টিম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে সদর, হাতীবান্ধা ও কালীগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬টি চোরাই মোটরসাইকেল। এর মধ্যে রয়েছে: ২টি অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি, ১টি ডিসকভার ১২৫ সিসি, ২টি ডিসকভার ১১০ সিসি ও ১টি ডিসকভার ১০০ সিসি।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা- মো. মজনু (৪৫), লুৎফর রহমান (৪৮), সোহেল রানা (৩০), আব্দুর রাজ্জাক (২৪), আব্দুল আজিজ (২৪), মাহমুদ হাসান (২২), বাবু সরকার (৩২) ও হাসানুজ্জামান (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চোরচক্র দমনে অভিযান অব্যাহত থাকবে।’

এসএইচ