নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সাপের কামড়ে আবু রায়হান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সকালে সাড়ে ৬টার দিকে রায়হান ঘরের পাশে টয়লেটে যায়। এ সময় সেখানে থাকা একটি বিষাক্ত সাপ তাকে হঠাৎ কামড়ে দেয়। পরে রায়হান বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হলে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহরাব হোসেন লিংকন বলেন, “সাপের বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ায় হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএইচ