ছিনতাইয়ের শিকার সোনালী নিউজের নারায়ণগঞ্জ সংবাদদাতা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৭:১৫ পিএম
ফাইল ছবি

সোনালী নিউজের নারায়ণগঞ্জ সংবাদদাতা ও দৈনিক উজ্জীবিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. রাকিবুল হাসান ছিনতাইয়ের শিকার হয়েছেন।

ঘটনা ঘটে সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে নারায়ণগঞ্জের তামাকপট্টি রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের পাশে। রাকিবুল হাসানের অভিযোগ, ৩-৪ জন অজ্ঞাতনামা যুবক তাকে গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সাংবাদিক মহলে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সহকর্মীরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাকিবুল জানান, হঠাৎ কয়েকজন এসে তাকে থামায় এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে সব জিনিস নিয়ে যায়। তিনি কোনো প্রতিরোধ করতে পারেননি এবং হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ