শেখ হাসিনার রায়ে মিষ্টি বিতরণ নিয়ে ছাত্রদ‌লের দুইগ্রু‌পে সংঘর্ষে নিহত ১

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৭:৫৯ এএম

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাহাঙ্গীরনগর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

নিহত রবিউল ইসলাম (২২) স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুল আহসান খান জানান, রায় ঘোষণার পর এলাকায় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় দাওয়াত ও ভাগাভাগি নিয়ে পলাশ, শান্তসহ অন্য আরেক গ্রুপের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় রবিউলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ সরকার বলেন, “ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মারা গেছেন।” তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

এম