লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় কৃষক আব্দুল আজিজের জমিতে ড্রেন খুঁড়তে গিয়ে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে মাটির নিচ থেকে গ্রেনেডটি দেখতে পান তিনি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৭০ বছর বয়সী কৃষক আব্দুল আজিজ নিজের জমিতে সেচের পানি নামানোর জন্য ড্রেন খুঁড়ছিলেন। এ সময় মাটির নিচে গোলাকার একটি ধাতব বস্তু দেখতে পান। কাছে গিয়ে দেখেন এটি গ্রেনেডের মতো। তিনি সতর্কতার সঙ্গে এটি বাড়িতে নিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী তার বাড়িতে ভিড় করেন। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
আব্দুল আজিজ বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমার বাড়ির পাশে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তখন তাদের হাতে গ্রেনেড দেখেছি। সম্ভবত সেই সময়ের ফেলে রাখা কোনো গ্রেনেড এটি।’
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। বহু বছর ধরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিধি মোতাবেক গ্রেনেডটি নিরাপদভাবে ডিসপোজ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’
এসএইচ