সোনার ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৬:০০ এএম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। নতুন সমন্বয়ের ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন বিক্রি হবে প্রায় দুই লাখ টাকায়।

শনিবার (৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই নতুন মূল্য ঘোষণা করে। রবিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে এ দাম।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা:

  • ২২ ক্যারেট স্বর্ণ (প্রতি ভরি) – ১,৯৭,৫৭৬ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণ (প্রতি ভরি) – ১,৮৮,৯১০ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণ (প্রতি ভরি) – ১,৬১,৬৫১ টাকা
  • সনাতন পদ্ধতি (প্রতি ভরি) – ১,৩৪,২৫৩ টাকা

এর আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। অর্থাৎ ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ১৯২ টাকা।

রুপার দামে পরিবর্তন নেই

অন্যদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।
বর্তমান মূল্য অপরিবর্তিত আছে—

  • ২২ ক্যারেট রুপা: ৩,৬২৮ টাকা
  • ২১ ক্যারেট রুপা: ৩,৪৫৩ টাকা
  • ১৮ ক্যারেট রুপা: ২,৯৬৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ২,২২৮ টাকা

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং দেশে তেজাবি সোনার দাম বাড়ায় এই রেকর্ড তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দাম সমন্বয়ের পর এটি চলতি বছরের সবচেয়ে বড় বৃদ্ধি বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এম