টানা কয়েক দফা বাড়ার পর এবার কমে গেল সোনার দাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১০:৫৪ পিএম

টানা কয়েক দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের সোনার ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।

শনিবার (১৫ নভেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। রোববার (১৬ নভেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে সংগঠনটি জানিয়েছে।

বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে সোনার দরপতনের কারণে স্থানীয় বাজারেও সমন্বয় আনা হয়েছে। বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০ ডলারে। পাশাপাশি দেশীয় বাজারে তেজাবি সোনার দামও কমায় মূল্য হ্রাসের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

নতুন দামে সোনার মূল্য তালিকা: ২২ ক্যারেট প্রতি ভরি ২,০৮,২৭২ টাকা,২ ১ ক্যারেট প্রতি ভরি ১,৯৮,৮০১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১,৭০,৩৯৯ টাকা এবং সনাতন প্রতি ভরি ১,৪১,৭১৮ টাকা।

সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের দামের মতোই ধরে রাখা হয়েছে সব ক্যারেটের রুপার মূল্য।

রুপার দাম অপরিবর্তিত: ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

এম