ঢাকা: পারফিউম কেমিকাল ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে নিয়মিত মাসিক সেলস মিটিং। সারাদেশের সব এএসএম, আরএসএম, ডিএসএম এবং সেলস অফিসার এতে অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান এবং পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।
মিটিংয়ে চলমান বিক্রয় কার্যক্রম, বাজার সম্প্রসারণ কৌশল এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ডিজিটাল সেলস অটোমেশন সিস্টেমে। এই প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের বিক্রয় কার্যক্রম আরও দ্রুত, নির্ভুল ও দক্ষ করার পরিকল্পনা উপস্থাপন করা হয়।
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাঁদের বক্তব্যে বলেন, পারফিউম কেমিকাল ইন্ডাস্ট্রিজ পিএলসি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিক্রয় ব্যবস্থাপনাকে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সেলস অটোমেশন সিস্টেম মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজ সহজ করবে এবং গ্রাহকসেবায় নতুন মানদণ্ড তৈরি করবে।
সভার শেষে জানানো হয়, এ ধরনের সম্মেলন সেলস টিমকে আরও সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক কাজে উৎসাহিত করবে এবং ভবিষ্যৎ ব্যবসায়িক অর্জনে বড় ভূমিকা রাখবে।
এসএইচ