সেরা প্রতিবেদনে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৩:৫৯ পিএম
ছবি: সোনালীনিউজ

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৪ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে বেসরকারি ব্যাংকস ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেছে।

গত ২৭ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মেরিয়ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কর প্রদান করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো: জাফর ছাদেক, এফসিএ সাফা এর সভাপতি আশফাক ইউসুফ তোলার নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) সভাপতি জ্যাঁ বুকো-সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএস