পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেড দীর্ঘ বিরতির পর আবার উৎপাদনে ফেরার উদ্যোগ নিয়েছে। কয়েক মাস ধরে বন্ধ থাকা কার্যক্রম সচল করতে কোম্পানিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘সিটি গ্রুপ’ চুক্তিভিত্তিক উৎপাদনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
জানা যায়, রহিমা ফুডের পর্ষদ গত ১৮ ডিসেম্বর সিটি এডিবল অয়েল লিমিটেডের সঙ্গে পাঁচ বছর মেয়াদি চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী রহিমা ফুড তাদের বিদ্যমান বোতলজাতকরণ সক্ষমতা ব্যবহার করে সিটি এডিবল অয়েলের বিভিন্ন পণ্য উৎপাদন করবে। এতে নতুন মূলধনী বিনিয়োগ ছাড়াই কোম্পানিটি আবার আয়ের ধারায় ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের জুলাইয়ে নারায়ণগঞ্জে অবস্থিত কারখানায় নারিকেল তেল প্ল্যান্ট এবং আগস্টে কাজু বাদাম প্রক্রিয়াকরণ ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম থেমে যায়। এর প্রভাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) কোম্পানিটির আয় আগের সময়ের তুলনায় ৭৭ শতাংশ কমে মাত্র ৬৭ লাখ টাকায় নেমে আসে এবং ১০ লাখ টাকা লোকসান হয়।
এদিকে, উৎপাদনে ফেরার এই ইতিবাচক সিদ্ধান্তে রহিমা ফুডের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে দেখা গেছে। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দর ৫ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ১২ শতাংশ বেড়ে ১৪৪ টাকায় অবস্থান নিতে দেখা গেছে। এসময় পর্যন্ত ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটির নাম।