আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ!

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৮, ০৪:২৩ পিএম

ঢাকা : আগামী বাজেটেও জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর এনবিআর সম্মেলন কক্ষে আবাসন খাতের ব্যবসায়ীদের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিবছরই কালো টাকা সাদা করার সুযোগ থাকে বাজেটে। বিদেশে টাকা পাচার রোধের পাশাপাশি, উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতেই এ সুযোগ দেয়া হয়।

তবে, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের এই সুযোগ টানা ৫ বছরের জন্য রাখার প্রস্তাব করেন রিহ্যাব নেতারা। এছাড়াও ফ্ল্যাট ও প্লটের রেজিষ্ট্রেশন ফি কমানো প্রস্তাব দেন তারা।

সোনালীনিউজ/জেডআরসি