ঢাকা: ঢাকাস্থ জামালপুর স্টুডেন্ট ফোরামের ২০২৬ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। তাওকীর আহমাদকে সভাপতি এবং হাসানুল বান্না জিসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়। রাজধানীতে আয়োজিত বুয়েট, মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে পরিচিতি পায়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এবারের স্লোগান ছিল— “জ্ঞানের স্পর্শে জাগরণ হোক নব প্রত্যয়ে।”
অনুভূতি প্রকাশ পর্বে বুয়েটের এ এম মুসাব্বিরুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআর বিভাগের শিক্ষার্থী সাবরিনা তাবাসসুম অন্তি তাদের উচ্ছ্বাস ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন লেখক, সাংবাদিক ও কণ্ঠশিল্পী আমিরুল মুমিনিন মানিক। তাঁর পরিবেশিত ইসলামী সংগীতে অনুষ্ঠানমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি ও অতিথিবৃন্দের হাতে ২০২৬ সেশনের নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নতুন কমিটির পদাধিকারীরা হলেন- সভাপতি: তাওকীর আহমাদ, সাধারণ সম্পাদক: হাসানুল বান্না জিসান, সিনিয়র সহসভাপতি: মো. হিজবুল্লাহ রাহিম, সহসভাপতি: ফাবলিহা জাহান নাজিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক: রুহুল আমিন ও ফরহাদ হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক: ইমরান হোসেন ওয়াহিদ, দপ্তর সম্পাদক: আশিকুর রহমান, কোষাধ্যক্ষ: আরিফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক: রহমতুল্লাহ, ক্রীড়া সম্পাদক: আহাদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: তৌকির আহমেদ
নবনির্বাচিত নেতৃত্বের প্রতি উপস্থিত সবাই শুভেচ্ছা জানান এবং সংগঠনের সামনে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
এএইচ