২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি নির্বাচন : ইসি সচিব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০২:৩৩ পিএম

ঢাকা :  আগামী ২০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। কমিশন সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান। এটাই ছিলো কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রথম ‌‘কমিশন সভা’।

তিনি বলেন, সীমানা সংক্রান্ত মামলা ছিল এই সিটিতে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে এ নিয়ে আমরা জানতে চেয়েছিলাম। তারা গত ৪ এপ্রিল জানিয়েছেন কোনো জটিলতা নেই। তবে, নির্বাচনটি ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুষ্ঠিত হবে, এজন্য প্রস্তুতির জন্য যে সময়ের প্রয়োজন তা এখন নেই।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির উত্তর পেতে দেরি হলো। এখন ভোটার তালিকার সিডি প্রস্তুত ও ইভিএমের প্রস্তুতির যে সময় লাগবে তাতে ১৬ মে মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না। এক্ষেত্রে আগামী ২০ জুনের মধ্যে নির্বাচন হবে এটা কমফার্ম। তফসিল হবে রমজানের শেষ সপ্তাহে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ ও ক্রেডিবল নির্বাচন করতে আমাদের এই সময়টা লাগবে। চলতি মাসের শেষ সপ্তাহের তফসিল হবে।


সোনালীনিউজ/এনএন