‘বিচ্ছেদের পরও’ সেই ছাত্রলীগ নেতার ঘর করছেন মাহি!

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৮:০৩ পিএম
ফাইল ছবি

চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর দেড়েক আগে জানিয়েছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। তবে সম্প্রতি দুজনের একটি নতুন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন গুঞ্জন-আসলেই কি তাদের বিচ্ছেদ হয়েছিল?

এই প্রশ্নের জবাব দিয়েছেন মাহি নিজেই। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে রাকিব সরকারের অবস্থান জানা না গেলেও তাদের সাম্প্রতিক ছবিটি বেশ আলোচনায় এসেছে।

বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’

মাহির এই বক্তব্যে ভক্তদের মধ্যে নতুন কৌতূহল দেখা দিয়েছে। ঘনিষ্ঠজনদের কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে মাহি বিশেষ কোটায় নাগরিকত্বের আবেদন করেছেন, সেই কারণেই হয়তো বিষয়টি নিয়ে তিনি এখন খোলামেলা হচ্ছেন।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। পাঁচ বছর পর তাদের বিচ্ছেদ হয়। ২০২১ সালে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে বিয়ে করেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।

এসএইচ