দ্বীনের পথে মনোযোগ দিতে অভিনয় ছাড়ার ঘোষণা, পরে পোস্ট ডিলিট করলেন নায়িকা মৌ

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১০:৪৪ এএম

চিত্রনায়িকা মৌ খান হঠাৎ করেই অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া সেই পোস্টে তিনি জানান— আর চলচ্চিত্রে কাজ করতে চান না এবং জীবনের বাকি পথ ধর্মীয় আদর্শ মেনে চলার সংকল্প নিয়েছেন। তবে ঘোষণাটি প্রকাশের ২৪ ঘণ্টা না যেতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে সরিয়ে ফেলেন তিনি। কেন পোস্টটি মুছেছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মৌ।

শুক্রবারের পোস্টে মৌ লিখেছিলেন, ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার থেকে সরে দাঁড়াচ্ছেন। জীবনের বাকিটা সময় আল্লাহর নির্দেশনা, নামাজ-কোরআন ও রাসুল (স.)–এর সুন্নাহ অনুসরণ করে কাটানোর ইচ্ছার কথা জানান তিনি।

অসমাপ্ত কাজের প্রসঙ্গে নির্মাতাদের প্রতি অনুরোধ জানিয়ে নায়িকা লিখেছিলেন— যে কাজগুলো চলছে, সেগুলো নির্মাতারা চাইলে নিজ উদ্যোগে শেষ করতে পারেন। আর তাঁর অংশটুকু তিনি শেষ করে দেবেন। ভবিষ্যতে আর অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ।

এ ছাড়া ‘হালাল উপায়ে জীবিকা অর্জনের’ পরিকল্পনা হিসেবে ব্যবসায় যুক্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি। ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করে লিখেছিলেন— আল্লাহর পথে যেন তিনি দৃঢ় থাকতে পারেন।

তবে শনিবার সকাল থেকে তাঁর প্রোফাইলে আর ওই পোস্টটি দেখা যায়নি। কেন তা ডিলিট করা হলো— সেটি স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌ খান। এরপর ‘বান্ধব’ ও ‘অমানুষ হলো মানুষ’ ছবিতেও অভিনয় করেন তিনি, যদিও কোনোটিই বাণিজ্যিকভাবে সাড়া ফেলতে পারেনি।

এম