কখন শেষ হবে করোনার দাপট এ নিয়ে বিতর্ক বিশেষজ্ঞদের মাঝে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৪:০২ পিএম

ঢাকা : চীনের শীর্ষস্থানীয় শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ঝং নানশান জানিয়েছেন, এপ্রিলের শেষ দিকে শেষ হয়ে যাবে করোনা ভাইরাস মহামারি।

বিভিন্ন দেশের আগ্রাসী নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ এবং উষ্ণ আবহাওয়ার কারণে ভাইরাসে সক্রিয়তা কমে আসবে বলে মনে করেন তিনি।

চীনের শেনজেন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ঝং এই আশাবাদের কথা জানান। তবে তিনি সতর্ক করে বলেছেন, এপ্রিলের পর কী ঘটবে, তা কেউ বলতে পারে না। হতে পারে আগামী বসন্তে আরেক দফায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে, অথবা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি বিলুপ্তও হয়ে যেতে পারে।

তবে হংকংয়ের অন্য একজন বিশেষজ্ঞের দাবি, আরও কয়েক মাস দাপিয়ে বেড়াবে করোনা ভাইরাস।

চীনা বিশেষজ্ঞ ঝংয়ের বক্তব্যের প্রতি উত্তরে গতকাল শুক্রবার এই পূর্বাভাস দেন হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যাব্রিয়েল লুয়েং।

সম্ভবত গরম আবহাওয়ার কারণেও আমরা করোনা থেকে স্বস্তি পাবো না বলে আশঙ্কা করেন লুয়েং।

সোনালীনিউজ/এমটিআই