সামরিক অভিযান অব্যাহত থাকবে: নেতানিয়াহু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৭:৪২ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু

ঢাকা: গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ‘যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু শুক্রবার (১৪ মে) ভোরে এমনই একটি বিবৃতি দিয়েছেন। এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

এদিকে, গত কয়েক দিন ধরে উত্তপ্ত ফিলিস্তিন ও ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি মারা গেছেন। প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশাহারা ইসরায়েল। এমন পরিস্থিতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি দৃঢ়ভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

ক্রমবর্ধমান এই হামলা-পাল্টা হামলার জেরে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করেছে ইউরোপীয় এয়ারলাইনগুলো। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক, জার্মানির লুফথানসা, স্পেনের আইবেরিয়া প্রভৃতি।

সূত্র : জেরুজালেম পোস্ট, ডয়চে ভেলে

সোনালীনিউজ/টিআই