রোমের প্রথম নারী মেয়র হচ্ছেন ভার্জিনিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৬, ০৪:৫৫ পিএম

ইতালির রাজধানী রোমের প্রথম নারী মেয়র হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন ভার্জিনিয়া র‌্যাগি।

বিবিসির খবরে বলা হয়, ভার্জিনিয়া জনপ্রিয়তায় তার প্রতিদ্বন্দ্বী রবার্তো গিয়াখেটির চেয়ে বেশ এগিয়ে রয়েছেন।

৩৭ বছর বয়সী ভার্জিনিয়া পেশায় একজন আইনজীবী। দুই সপ্তাহ আগে প্রথম দফায় তিনি শতকরা ৩৫ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেন।

মাত্র কয়েক মাসের নির্বাচনী প্রচারণাতেই সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হয়েছেন তিনি। কয়েক মাস আগেও তাকে তেমন কেউ চিনত না।

জনপ্রিয় ফাইভ স্টার মুভমেন্ট (এম৫এস) এর উদীয়মান তারকা হচ্ছেন সুন্দরী এ রাজনীতিবিদ।

ভার্জিনিয়ার এ দলটি প্রধানমন্ত্রী ম্যাটিও রেঞ্জির মধ্যবাম ডেমোক্রেটিক পার্টির (পিডি) নেতৃত্বাধীন জোটের বিরোধীদলের প্রধান অংশীদার হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে।

২০০৯ সালে গঠিত এম৫এস’র একজন নেত্রীর রোমের মেয়র নির্বাচিত হওয়াটা হবে দলটির জন্য এক অসামান্য পুরস্কার।

এর আগে গত বছর অক্টোবরে বেশি খরচ অপবাদে পিডি’র ইগনাজিও মারিনো রোমের মেয়র পদ থেকে পদত্যাগ করেন। তখন থেকেই মেয়র শূন্য হয় রোম।

সোনালীনিউজ/এইচএআর