গর্ভপাত বৈধতা প্রস্তাব খারিজ মেক্সিকোর উচ্চ আদালতের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩০, ২০১৬, ০৯:০১ পিএম

মেক্সিকোর সুপ্রিম কোর্ট গত বুধবার গর্ভপাতকে বৈধতা দেয়ার প্রস্তাব খারিজ করে দিয়েছে। তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্যাথলিক রাষ্ট্রটিতে ইস্যুটির ওপর আরো আলোচনার পরামর্শ দেয়া হয়েছে।

আদালতের প্রথম চেম্বারের বিচারকদের মধ্যে তিন জন একটি আইনী পদক্ষেপ বাতিলের পক্ষে ও একজন বিপক্ষে ভোট দিয়েছেন। গর্ভপাত নিষিদ্ধ সংক্রান্ত দুটি আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে এই পদক্ষেপটি নেয়া হয়েছিল।

যদিও ২০০৭ সাল থেকে মেক্সিকো সিটিতে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাতের অনুমতি দেয়া হয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে গর্ভপাত নিষিদ্ধ রয়েছে। কেবলমাত্র মায়ের জীবনহানির আশঙ্কা রয়েছে এমন ক্ষেত্রেই গর্ভপাত করা যেতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/আকন