মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে সব আরোহী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০১:০৮ পিএম

ঢাকা: যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে বিমান দুটির সংঘর্ষ হয়। খবর রয়টার্সের।

সংঘর্ষের পর বিমান দুটি একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে বলে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে।

জানা যায়, দেশটির স্থানীয় সময় ৮.৫০ মিনিটে মাঝ আকাশে বিমান দুটির সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়া বিমান দুটির একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।

সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায়। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।

কী কারণে বিমান দুটির সংঘর্ষ হয়েছে তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।

বোল্ডার কাউন্ট্রির শেরিফ অফিস জানিয়েছে, বিমান দুটিতে আরোহী ছিলেন তিনজন। একটি বিমানে একজন পাইলট ও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় দুজনই নিহত হন। অন্য বিমানে শুধু পাইলট ছিলেন। তিনি দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান।

সোনালীনিউজ/এম