আইএসকে কবর দিতে চান আফগান প্রেসিডেন্ট

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০১৬, ০৩:৫১ পিএম

সোনালীনিউজ ডেস্ক 
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) কবর দেয়ার অঙ্গীকার করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অঙ্গীকারের কথা জানান তিনি। সেইসাথে পাকিস্তানকেও আইএসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
আফগান প্রেসিডেন্ট বলেন, আইএস আফগানিস্তানের বিষয় নয়। আইএসের নৃশংসতাই তাদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।
তিনি বলেন, আফগানরা এখন প্রতিশোধে উদ্বুদ্ধ। আইএস ভুল মানুষের সঙ্গে লড়াইয়ে নেমেছে। তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আইএস বিরোধী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, আফগানিস্তানে আইএসের শাখাকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
সোনালীনিউজ/আমা