ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদের বাইরে থাকামাইক ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব। সৌদি গেজেটের খবরে এ কথা বলা হয়েছে।
দেশটির ইসলামিক বিষয়ক কল ও গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল্লতিফ আল-শেখ জানিয়েছেন, শুধু আজান ও ইকামতে মসজিদের বাইরের মাউক ব্যবহার করা যাবে।
গত মঙ্গলবার দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত রমজান মাসে মসজিদ প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা প্রকাশের পর এসেছে এই নিষেধাজ্ঞা।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে আযানের সময়গুলোর ওপর। সেখানে জোর দেওয়া হয়েছে এশার নামাজের আযানের সময়সূচি ও নামাজের আগের সময় মেনে চলার। মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলকে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয় আরও নির্দেশ দিয়েছে, ইফতার আয়োজন যেন শুধুমাত্র মসজিদের নির্ধারিত পাশেই হয়। মসজিদের প্রয়োজন অনুযায়ী পানির দান সতর্কভাবে পরিচালনা করার কথাও বলা হয়েছে।
দেশটির ইসলামিক মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এসব ব্যবস্থা মুসল্লিদের জন্য শান্তিপূর্ণ ও সুসংগঠিত প্রার্থনার পরিবেশ নিশ্চিত করার জন্য করা। একই সঙ্গে রমজান মাসে আশেপাশের সম্প্রদায়ের প্রতি সম্মান বজায় রাখার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
পিএস