ঘোড়ার গতিতে ছুটছে স্বর্ণ, নিরাপত্তা নাকি ঝুঁকি বাড়াচ্ছে!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:৫৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে ঝুঁকেছেন  স্বর্ণের দিকে। আর এ কারণে মূল্যবান এই ধাতুটির দাম আউন্স প্রতি ৫ হাজার ৬০০ ডলারের দিকে ছুটছে। নিরাপদ বিনিয়োগের এই প্রবণতায় রূপাও লাভবান হয়েছে এবং ১২০ ডলারের স্তর অতিক্রম করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২.১% বেড়ে প্রতি আউন্স ৫,৫১৩.০৯ ডলারে দাঁড়ায়। এর আগে দাম ৫ হাজার ৫৯৪.৮২ ডলারে পৌঁছেছিল। টানা নয়টি সেশনে নতুন উচ্চতায় পৌঁছানো এই ধাতুর দাম চলতি মাসে এখন পর্যন্ত ২৮% বেড়েছে।

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩.৮% বেড়ে ৫ হাজার ৫০৬.৩০ ডলারে পৌঁছায়। এর আগে এটি সর্বকালের সর্বোচ্চ ৫,৬২৬.৮০ ডলারে উঠেছিল।

নেমো.মানির বাজার বিশ্লেষক জেমি দুত্তা বলেন, “যুক্তরাষ্ট্র–ইরান ভূরাজনৈতিক উত্তেজনা, দুর্বল ডলার এবং ফেডের আরও সুদহার কমানোর প্রত্যাশা—এই তিনের মিলনে স্বর্ণের জন্য একেবারে পারফেক্ট স্টর্ম তৈরি হয়েছে। যা দামকে একের পর এক রেকর্ড উচ্চতায় ঠেলে দিচ্ছে।”

তিনি আরও বলেন, শক্তিশালী এফটিএফ প্রবাহও এই র‌্যালিতে ভূমিকা রেখেছে।

বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, বুধবার তাদের স্বর্ণ ধারণ বেড়ে ৩৫,০৪৩,১৮১ আউন্সে দাঁড়িয়েছে। যা মে ২০২২-এর পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানকে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসার জন্য চাপ দেন এবং সতর্ক করে বলেন, গত বছরের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার তুলনায় ওয়াশিংটন আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।

এর জবাবে তেহরান যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দেয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বুধবার সুদের হার অপরিবর্তিত রাখে। বিনিয়োগকারীরা এখন ট্রাম্পের নতুন কেন্দ্রীয় ব্যাংক চেয়ারম্যান ঘোষণার দিকে তাকিয়ে আছেন এবং পরবর্তী সুদহার কাটছাঁট জুনে হতে পারে বলে প্রত্যাশা করছেন।

যুক্তরাষ্ট্রের ডলার চাপের মধ্যে রয়েছে, কারণ মঙ্গলবার ট্রাম্প ডলারের সাম্প্রতিক দুর্বলতাকে গুরুত্ব না দেওয়ার মন্তব্য করার পর এটি চার বছরের সর্বনিম্নে নেমে যায়। দুর্বল ডলার বিদেশি ক্রেতাদের জন্য ডলার-নির্ধারিত স্বর্ণকে আরও আকর্ষণীয় করে তোলে।

অনিশ্চিত ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে, “স্বর্ণের আরও দাম বাড়তে পারে, যা ৬,০০০ ডলারের ওপরে উঠতে পারে এবং কিছুটা সমন্বয়ের পর বছর শেষে ৭,০০০ ডলারের দিকে এগোতে পারে,” বলেছেন অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা।

এদিকে স্পট মার্কেটে রূপার দাম ১% বেড়ে প্রতি আউন্স ১১৭.৭৯ ডলারে পৌঁছায়, এর আগে এটি রেকর্ড ১২০.৪৫ ডলারে উঠেছিল। বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে বৈচিত্র্য আনতে রূপার দিকে ঝুঁকছেন, পাশাপাশি সরবরাহ ঘাটতি ও মোমেন্টামভিত্তিক কেনাবেচা দামের আরও সহায়তা দিচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত রূপার দাম প্রায় ৬৪% বেড়েছে।

নেমো.মানির দুত্তা আরও বলেন,
“রূপার এই সংকোচন পরিস্থিতিতে ১৩০ ডলার নাগালে আসা সম্ভব, যেখানে দীর্ঘমেয়াদি শিল্প চাহিদা শক্ত সমর্থন জোগাচ্ছে।”

এদিকে স্পট প্লাটিনামের দাম ১.৪% বেড়ে ২,৭৩৫.১৫ ডলারে দাঁড়িয়েছে, যা সোমবার রেকর্ড ২,৯১৮.৮০ ডলারে পৌঁছেছিল। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ১% কমে ২,০৫২.৭৫ ডলারে নেমেছে।

পিএস