এবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ১২:৪৬ পিএম

ঢাকা : মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার জেরে চরম উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে যুদ্ধ থেকে তাৎক্ষণিকভাবে সরে আসলেও ইরানের ওপর আরও গুরুতর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে ট্রাম্প। এদিকে এই উত্তেজনার মধ্যেই ইরানের অস্ত্রব্যবস্থার ওপর সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্রব্যবস্থায় সাইবার হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

ইরানের সেনাবাহিনী ইসলামিক রেভ্যুল্যুশনারি গার্ড কর্পোরেশন-আইআরজিসি যেসব অস্ত্র ব্যবহার করে, সেগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হামলা চালানো হয়েছে।

ওয়াশিংটন পোস্ট ও এপির প্রতিবেদনে বলা হয়েছে, সফল সাইবার হামলার মধ্য দিয়ে অস্ত্রব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দীর্ঘ সময় ধরে তারা ওই অস্ত্রব্যবস্থা অকার্যকর থাকার খবর পেয়েছে।

সোনালীনিউজ/এমটিআই